০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইসরাইল কর্তৃক আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে আটককৃত ১৩৭ জন কর্মী তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক রয়েছেন। আটক হওয়ার পর গতকাল শনিবার একটি বিশেষ ফ্লাইটে ইসরাইলের ইলাত শহরের রামন বিমানবন্দর থেকে তাঁদের ইস্তাম্বুল আনা হয়। টার্কিশ এয়ারলাইন্স পরিচালিত বিশেষ ফ্লাইটটি গ্রিনিচ মান সময় অনুযায়ী দুপুর ১২টা ৪০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করে। ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লোটিলা কর্মীদের তুর্কি সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। স্বাগত জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও। তিনি তাঁদের সাহসিকতা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের ভূূয়সী প্রশংসা করে বলেন, এই সাহসী ব্যক্তিরা নিপীড়নের বিরুদ্ধে সম্মানজনক অবস্থান নিয়েছেন। ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের জন্য তাঁদের লড়াই নিপীড়িতদের...