০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বয়োবৃদ্ধা মরিয়ম খাতুন। দুটি খালি কলসি নিয়ে ঘণ্টা দুয়েক সময় ধরে খাবার পানির জন্য অপেক্ষা করছেন। কতক্ষণে পানি পাবেন জানেন না তিনি। দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দেওল গ্রামের রাস্তার মোড়ে অর্ধশত নারী-শিশু জড়ো হয়েছে পানি সংগ্রহের জন্য। ‘বন্ধু’ নামক একটি এনজিও গভীর নলকূপের পানি পাইপে দেয়। অনেকেই কলসি হাতে অধীর অপেক্ষায়। এসেছেন কেউ এক থেকে তিন মাইল পথ হেঁটে। ঘর-সংসারের কাজে যারা আসতে পারেনি তারা অন্য কাউকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে পানি আনতে পাঠিয়েছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এভাবে প্রদিতিনই তাদের আসা-যাওয়া। সুপেয় পানির জন্য নিত্যদিনের লড়াই। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের কালিকাপুর বটতলায় পানির সন্ধানে ছুটে আসা মানুষজনের কষ্ট-দুর্ভোগের দৃশ্যও একই রকম।...