০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বিশ্ব শিক্ষক সংঘ তথা বিশ্বের বিভিন্ন শিক্ষক সংগঠনের ক্রমাগত প্রচেষ্টায় ও ইউনেস্কো-আইএলও’র সদিচ্ছায় ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত বিশেষ আন্তঃরাষ্ট্রীয় সরকার সম্মেলনে শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদাবিষয়ক সনদ ইউনেস্কো-আইএলও সুপারিশ ১৯৬৬ প্রণীত হয়। সে জন্য ১৯৯৪ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর ২৬তম অধিবেশনে সংস্থার তৎকালীন মহাপরিচালক ফ্লেডারিক এম মেয়র এডুকেশন ইন্টারন্যাশন্যালের অনুরোধে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করেন। এডুকেশন ইন্টারন্যাশনাল গঠিত হয় ১৯৯৩ সালে। এটি বেলজিয়ামভিত্তিক একটি শিক্ষাসংক্রান্ত সংস্থা। ইউনেস্কো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘রিসার্চ টিচিং এজ এ কোলাবোরেশন প্রফেশন’ বা ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’। এর ব্যাখ্যা হলো, শিক্ষকদের একা সংগ্রামের জন্য ছেড়ে দেওয়া উচিত নয়। পারস্পরিক সহায়তা যৌথ দায়িত্বকে মূল্যায়ন করবে,...