০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আবুধাবিতে বিগ টিকিট লটারির ড্রতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ কোটি টাকা) জিতেছেন শারজায় বসবাসকারী ৪৪ বছর বয়সী বাংলাদেশি ট্যাক্সিচালক হারুন সরদার। তার বাবার নাম নূরনবী সরদার। তার টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০।জানা গেছে, হারুন সরদার গত ১৪ সেপ্টেম্বর এ বিগ টিকিট নম্বর কিনেছিলেন। গত শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৯ ড্রতে এই গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হন তিনি। খুশির জোয়ারে ভাসছেন হারুন সরদার। লাইভ ড্র চলাকালীন বিগ টিকিটের পক্ষ থেকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা হারুনকে খুশির খবরটি জানান, তখন হারুন অবাক হয়ে যান। জীবন বদলে যাওয়া ভাগ্যবান হারুন খুশিতে আত্মহারা হয়ে তখন কেবল ‘ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে’ ছাড়া আর কিছুই...