০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দেশে এখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এর পালে বাতাস লেগেছে রাজশাহী অঞ্চল তথা রাজশাহী বিভাগের (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া) আট জেলায়। এখানকার এককোটি একানব্বই লাখ ভোটার মুখিয়ে আছে ভোট দেবার জন্য। যার মধ্যে পুরুষ প্রায় ৮০ লাখ আর মহিলা ৮১ লাখের বেশি। এখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। এরমধ্যে একটা অংশ রয়েছে তরুণ ভোটার। ৩৯ জন মনের মতো প্রার্থীকে তারা ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে চায়। যেখানে কোনো স্বৈরাচার আর মৌলবাদের ঠাঁই হবে না। সিংহভাগ ভোটার গত ১৬ বছরে ভোট ডাকাতদের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ অঞ্চলের মানুষ ভোটের দিনকে উৎসবের দিন মনে করে। বিশেষ করে মহিলারা। এবার ঈদের আগে...