০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আলাস্কার কাটমাই ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রিজার্ভে অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতা ‘ফ্যাট বিয়ার উইক ২০২৫’-এর মুকুট জিতেছে চাঙ্ক। এই প্রথমবারের মতো চাঙ্ক জিতেছে, যদিও গত তিন বছর ধরে সে দ্বিতীয় স্থানে রয়েছে।চাঙ্কের চোয়াল ভাঙা আছে, তবুও সে প্রতিযোগিতায় শীর্ষে উঠে এসেছে। আয়োজকদের মতে, চাঙ্কের ওজন প্রায় ১ হাজার ২০০ পাউন্ড ধরা হয়েছে। ভাল্লুকগুলো সরাসরি ওজন করা হয় না, তবে উন্নত এলআইডিএআর প্রযুক্তি ব্যবহার করে তাদের আকার অনুমান করা হয়। প্রকৃতিবিদ মাইক ফিটজ বলেছেন, চাঙ্ক সম্ভবত অন্য ভাল্লুকের সাথে লড়াইয়ের সময় আহত হয়েছিল, তবে সে এখনও ব্রুকস নদীর সবচেয়ে শক্তিশালী ভাল্লুকদের একটি।এ প্রতিযোগিতা বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। এ বছর ১২টি ভাল্লুক লাইভ ক্যামেরার মাধ্যমে দেখানো হয় এবং ভক্তরা এক সপ্তাহ ধরে ব্র্যাকেট-স্টাইল...