মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ শেষ করার জন্য ২০ দফার এক শান্তি প্রস্তাব দেন। এরপর থেকেই তিনি হামাসকে একাধিক আলটিমেটাম দিয়েছেন। শুরুতে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে তিন থেকে চার দিনের মধ্যে উত্তর দিতে বলেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কঠোর সময়সীমা বেঁধে দিয়ে বলেন, ৫ অক্টোবর সন্ধ্যার মধ্যে হামাস ইসরায়েলের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে না পারলে নরক নেমে আসবে।হামাস অবশ্য নির্ধারিত সময়ের আগেই উত্তর দিয়েছে। ৩ অক্টোবর হামাস যেই শর্তসাপেক্ষ ‘হ্যাঁ সূচক’ বার্তা দিয়েছে, তা ট্রাম্পের প্রত্যাশার বাইরে ছিল। গোষ্ঠীটি একটি গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে বটে। তারা নীতিগতভাবে সম্মত হয়েছে যে ইসরায়েলি বাহিনী পুরোপুরি গাজা ছাড়ার আগেই তারা ৪৮ বন্দীর সবাইকে মুক্তি দেবে (যার মধ্যে প্রায় ২০ জন জীবিত)। তারা এটাও জানিয়েছে, গাজার প্রশাসন ভবিষ্যতে একটি টেকনোক্র্যাট সরকার পরিচালনা...