বিশ্ব ঘুরে দেখা, ভিন্ন সংস্কৃতির স্বাদ নেওয়া আর নতুন নতুন গন্তব্য ঠিক করা অনেকেরই স্বপ্ন। তবে কারও জন্য তা হয় শখের ভ্রমণ, আবার কারও জন্য হয়ে ওঠে পূর্ণসময়ের জীবনধারা। ভারতের শ্বেতা ও চার্চিত নামের এক দম্পতি সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন শুধুই ভ্রমণের জন্য। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছেন, ভ্রমণের স্বপ্ন পূরণের জন্য তারা ছয় মাসের জন্য নিয়মিত জীবন থেকে বিরতি নিয়েছেন। দম্পতিটি তাঁদের ভ্রমণের প্রথম মাসের খরচের বিস্তারিতও প্রকাশ করেছেন, যাতে অনুসারীরা তাদের জীবনের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে পারেন। তাদের হিসাবে, প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় ২ হাজার রূপি (২ হাজার ৭৫০ টাকা প্রায়), যার মধ্যে ছিল খাবার, থাকা, যাতায়াত, কেনাকাটা ও অন্যান্য খরচ। সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয়েছে থাকা ও খাবারের পেছনে। কেনাকাটা (পোশাক, গিয়ার ইত্যাদি): ৭,০৫১ রূপি (৯...