ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টাইগার দলে সুযোগ পেলেও হোঁচট খেয়েছেন অনেক ক্রিকেটার। অঙ্কুরেই হয়েছেন বিনষ্ট। মোহাম্মদ সাইফ হাসান ঠিক সেই কাতারের একজন, যিনি সম্ভাবনার সঙ্গে লড়াই করে আবারও নিজের নামটি আলোচনায় তুলে এনেছেন। সদ্য সমাপ্ত টি২০ এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোর থেকে বিদায় নিয়েছে। কিন্তু এই আসরে আমাদের একমাত্র প্রাপ্তি সাইফ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ ও ভারতের বিপক্ষে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ডানহাতি এই ব্যাটার। ফলস্বরূপ ভাগ্যের দরজা খুলে গেছে ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। টি২০ সিরিজের পরই আগামী বুধবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সাইফ হাসান নামটি প্রথম উঠে আসে যুব দলে তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেখানেই চোখে পড়ে তার ব্যাটিং...