পাঁচ বছর আগেও বাবার সঙ্গে নীলফামারীর মাঠে হাল ধরেছিলেন মারুফা আক্তার। এখন তিনি নারী বিশ্বকাপে বিশ্বের সেরা ব্যাটারদের ভীত করে তুলছেন। পাকিস্তানের বিপক্ষে তার দুটি ডেলিভারি ইতিমধ্যে টুর্নামেন্টের আলোচনার কেন্দ্রবিন্দুতে যেখানে বলের মুভমেন্টে মুগ্ধ লাসিথ মালিঙ্গা ও মিতালি রাজের মতো কিংবদন্তিরাও। মারুফার এই যাত্রা যেন এক উপন্যাস। কৃষক পরিবারের সন্তান হয়ে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল আগ্রহ। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে ক্রিকেট ছিল কেবল স্বপ্নের মতো। ভাই আল আমিন টিউশন করে বোনের জন্য কিনে দিতেন ব্যাট ও বল, সেই ভালোবাসাই একদিন গড়ে দেয় বাংলাদেশের পেস সেনসেশনকে। কোভিড মহামারির সময় জীবিকার তাগিদে বাবার সঙ্গে মাঠে হাল ধরতে হয় তাকে। সেই ছবি ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু হার মানেননি মারুফা। ২০১৮ সালে প্রতিভা অন্বেষণ ক্যাম্প থেকে উঠে এসে জাতীয় দলে...