ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ঊনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার অবস্থা ‘ভালো নয়’ বলে শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকার স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক। বার্ধ্যক্যজনিত নানা জটিলতা নিয়ে প্রায় ১০ দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তোফায়েল আহমেদ। শনিবার রাতে তার মৃত্যুর খবর দেয় কোনো কোনো সংবাদমাধ্যম। কিন্তু এ খবর সত্য নয় বলে জানান ইউসুফ সিদ্দিক। এ বিষয়ে হাসপাতালের ‘কাস্টমার কেয়ার’ প্রতিনিধি মোরশেদুল রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের খবর গত এক সপ্তাহ থেকেই ছড়াচ্ছে.। আমাদের কাছেও অনেকে ফোন করে বিষয়টি জানতে চাইছেন। “তিনি আমাদের হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন। সেক্ষেত্রে ওনার সর্বশেষ...