আরিফুজ্জামান কোরবান. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রায় সাড়ে তিন দশক পর অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে শঙ্কা যেন কাটছে না। নানা দাবি-দাওয়ার আন্দোলনের কারণে এ পর্যন্ত ছয়বার পরিবর্তিত হয়েছে এই নির্বাচনের তফসিল। ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও ২২ সেপ্টেম্বর তৃতীয়বারের মত পিছিয়ে নতুন তারিখ ধরা হয় ১৬ অক্টোবর। তবে ওই তারিখ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ‘পোষ্য কোটা’ পুনর্বহাল আর বাতিলের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনায় ‘শিক্ষক লাঞ্চনা’র অভিযোগ এনে শিক্ষকদের কর্মবিরতি এই শঙ্কার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ১৯৭৭ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুল বারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ চালু করেছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ বাতিলের আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ‘পোষ্য কোটা’ চার শতাংশ থেকে কমিয়ে তিন...