সময়ের সবচেয়ে ব্যস্ত গীতিকার ও সুরকার রনক রায়হান। দেশের খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি দীর্ঘদিন ধরেই শ্রোতাপ্রিয় অনেক তরুণ গায়ক-গায়িকার গানের কথা ও সুর করে আসছেন প্রচারবিমুখ এই সংগীতশিল্পী। তার কথা ও সুরে গান গেয়ে অনেক নবীন শিল্পীই সাড়া ফেলেছেন সংগীতাঙ্গনে। সেই ধারাবাহিকতায় তার লেখা ও সুরে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন তরুণ গায়িকা সুজানা রুপা। ‘পরান ধইরা টানে’ শিরোনামের এই গানটির সংগীত পরিচালনা করেছেন এস ডি সাগর। ইতিমধ্যেই রাজধানীর বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। শিগগিরই গানটি আর আর মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। সুজানা রুপা মূলত...