উপমহাদেশের কিংবদন্তি গায়ক মান্না দের সেই বিখ্যাত গান ‘কফি হাউস’ নিয়ে এবার নির্মাণ হচ্ছে সিনেমা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ অক্টোবর থেকেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর দৃশ্য ধারণ করা হবে ভারতের উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে। সিনেমাটি প্রযোজনা করছে সুয়ান সিলভার স্ক্রিন। সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রূপা গাঙ্গুলী এবং দোলন রায়কে। কফি হাউস আর তার আড্ডা যেন বাঙালির কাছে পুরনো হয় না। প্রবীণ প্রজন্মের কাছে তো বটেই, আজও মান্না দের গাওয়া ‘কফি হাউস’ গান প্রিয় সব বাঙালির কাছেই। সুজাতা, রমা, নিখিলেশ, ডি’সুজা, অমল, মইদুল এই ছয় বন্ধুর কিছু কথা গানের দৌলতে শ্রোতারা জানেন। সবটা জানেন কি? ছয় বন্ধুর কেউ কি কারও প্রেমে পড়েছিলেন? কেন রমা রায় দুরন্ত অভিনেতা হয়েও শেষ জীবনে মানসিক রোগী?...