দীর্ঘদিনের প্রেমের জল্পনার অবসান ঘটিয়ে প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সারলেন দক্ষিণী চলচ্চিত্রের এ সময়ের চাহিদাসম্পন্ন অভিনেত্রী রাশমিকা মন্দানা। গত শুক্রবার রাতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনেকটা গোপনেই নিজেদের মধ্যে আংটি বদল করেন এই তারকাযুগল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেননি রাশমিকা ও বিজয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত, এ কারণে বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি। পাশাপাশি নতুন বছরের শুরুতেই (১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে) সাত পাকে বাঁধা পড়বেন বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো। রাশমিকা ও বিজয়ের ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। গতকাল শনিবার সকালে বিজয়ের টিম বাগদানের বিষয়টি...