০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার (বালক-বালিকা) দুই বিভাগের ফাইনাল আজ। বেলা আড়াইটায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ খেলবে সানিডেইল স্কুলের বিপক্ষে। একই ভেন্যুতে বিকাল সাড়ে ৩ টায় বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে সানিডেইলের প্রতিপক্ষ নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। এর আগে গতকাল অনুষ্ঠিত হয় দুই বিভাগের সেমিফাইনাল ম্যাচ। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে এদিন বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সানিডেইল স্কুল ৩১-১৩ গোলে সেন্ট গ্রেগরী স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১৯-১২ গোলে ঢাকা গভ: মুসলিম হাইস্কুলকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ...