রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার দিনে পাঁচ হাজার ৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ এক হাজার ৬৭৭টি মামলা করে। এছাড়া ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৭৬টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) এক হাজার ৩৪৪টি মামলা করে ডিএমপি। এ সময় ২৯২টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক হাজার ১৯৩টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ দিন ২৫৯টি গাড়ি...