০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের পরবর্তী কিস্তি পেতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং জ্বালানি ও সার আমদানি বাবদ বকেয়া কমানোসহ গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ করেছে বাংলাদেশ। তবে, এবারও কর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এটি পূরণ না করায় বাংলাদেশকে আইএমএফের নির্বাহী পরিষদের সভায় অব্যাহতি চাইতে হবে। এ জন্য আগামী ১০ অক্টোবর ওয়াশিংটনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আগামী ১২ থেকে ১৮ অক্টোবর ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ঋণ কর্মসূচির বিষয়ে আলোচনা করবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর পর আইএমএফের পরিষদ সভা হওয়ার কথা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে...