০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। বহুল আলোচিত এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নাটকীয়তা। জাতীয় ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবালসহ হেভিওয়েট ১৭ জন প্রার্থী এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিসিবি নির্বাচনকে ঘিরে সরকারের অযাচিত হস্তক্ষেপের সমালোচনা শুরু থেকেই করে আসছেন জেলা, বিভাগ ও ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা। তাদের দাবী বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে একটি পক্ষ। শুরু থেকেই নির্বাচন নিয়ে নানা ধরনের অনিয়মের প্রতিবাদ করে আসছেন তারা। প্রতিবাদের চূড়ান্ত রূপের দেখা মিললো গতকাল। এদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তিন দফা দাবি পেশ করেন প্রার্থিতা প্রত্যাহার করা সংগঠকরা। যা না মানলে তারা বাংলাদেশের পরবর্তী ক্রিকেট সংশ্লিষ্ট সকল কার্যক্রমে...