০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম মাঝে সময় আছে কেবল আর মাত্র একদিন। আসছে ৬ অক্টোবরই বহুল আলোচিত বিসিবি নির্বাচন। তবে এখনও অস্থির গোটা পরিস্থিতি। ক’দিন আগেই মনোনয়ন প্রত্যাহার করেছিলেন সভাপতি পদে হেভিওয়েট প্রার্থী তামিম ইকবালসহ আরো ১৬ জন। সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনারের অভিযোগ ছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির নির্বাচন হচ্ছে পক্ষপাততুষ্ট। এরই মধ্যে গতকাল ঢাকা মেহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বিসিবি নির্বাচনে এই নোংরামির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ঢাকার ক্লাব ক্রিকেটের ঐ ১৬ কাউন্সিলর। যেখানে তারা তাদের সির্বাচন পেছানোসহ তিনটি দাবি তোলে এবং সেগুলো না মানলে ক্লাব ক্রিকেট বয়কটেরও হুমকি দেন তারা। এর মধ্যেও অপর পক্ষ ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণার তোরজোরে। পরিচালনা পর্ষদের ভোট সামনে রেখে মিরপুরের হোম অব ক্রিকেটে...