০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম রাজনীতি চর্চায় এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সজাগ ও সক্রিয় বগুড়া বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৭টি আসনেই নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিত বলে অনেকটা সরল সমীকরণ থাকলেও এবার দিবাস্বপ্ন দেখতে নারাজ তারা। কারণ, বিএনপির স্থানীয় নেতাদের মতে, এ অঞ্চলে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি এখন আগের চেয়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে। এরই মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলন বগুড়ার প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং প্রতিদিন মাঠে নেমে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বড় ধরনের জয় বগুড়া বিএনপিকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। ফলে তারা এখন পাল্লা দিয়ে রাজনৈতিক কার্যক্রম বাড়াচ্ছে। জেলা বিএনপি, ১২টি উপজেলা, ১১টি পৌরসভা ও...