০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম প্রখ্যাত চিত্রপরিচালক এফ আই মানিক দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে নানা অভাব-অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। গত বৃহস্পতিবার হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি মগবাজারস্থ ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরি ভিত্তিতে তার অপারেশন করতে হবে বলে চিকিৎসকরা জানান। অপারেশন করতে অর্থের প্রয়োজন হলেও চিকিৎসকরা জানিয়েছেন, অর্থের চেয়ে এখন বেশি প্রয়োজন তার স্বজনদের অনুমতি। তবে স্বজনদের কেউ এখন পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় গত বৃহ¯পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ভর্তি হন রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে। তিনি মানিকের পরিবার ও ভাইবোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। পরবর্তীতে পরিচালক সমিতির সঙ্গে কথা...