০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম কুমিল্লার চান্দিনা উপজেলার দক্ষিণ-পশ্চিম সীমান্ত ঘেঁষে, দাউদকান্দি ও চাঁদপুরের কচুয়া উপজেলার সংযোগস্থলে বিস্তৃত এক স্বপ্নপুরীর নাম ‘ঘুরগার বিল’। প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের প্রাণের মিলনমেলা গড়ে উঠেছে এই বিস্তীর্ণ পানিভূমিকে ঘিরে। বর্ষার মৌসুম এলেই বিলটি হয়ে ওঠে রূপকথার এক জলজ রাজ্য। যেখানে আকাশের নীল ছায়া মিশে যায় শাপলার হাসিতে, আর চারদিকের নিস্তব্ধতায় মিশে থাকে প্রকৃতির স্বতঃস্ফূর্ত রূপ।ঘুরগার বিলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো- এর রংবেরঙের শাপলা ফুল। বর্ষা শুরু হলে পুরো বিল জুড়ে ফোটে লাল ও সাদা শাপলা। যা সচরাচর দেশের অন্য কোথাও একসঙ্গে দেখা যায় না। স্বচ্ছ পানিতে ভেসে থাকা এই ফুলগুলো শুধু নয়ন জুড়ানোই নয়, দর্শনার্থীদের মনে সৃষ্টি করে এক অনির্বচনীয় প্রশান্তি। বিলের বুক চিরে এগিয়ে চলা...