০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদশ সিনিয়র জাতীয় নারী ফুটবল দলের পর অনূর্ধ্ব-২০ দল সুযোগ পেয়েছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার। এবার পালা লাল-সবুজের অনূর্ধ্ব-১৭ দলের। আগামী বছরের ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের খেলা। এর আগে চলতি মাসেই জর্ডানে এই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলবে বাংলাদেশ। বাছাইয়ের ‘এইচ’ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপে। আগামী ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডান প্রথম ম্যাচ খেলার পর ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। বাছাই খেলার আগে আরব আমিরাতে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন অর্পিতা বিশ^াসরা। বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য হলো জর্ডানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই উতরে...