০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম এশিয়া কাপে ধুঁকতে ধুঁকতেই বলতে গেলে সুপার ফোরে পা দিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের সেই খোঁড়ানো ক্রিকেটে খুব বেশি এগোতে পারেনি লিটন কুমার দাসের দল। সেই অধারাবাহিক ক্রিকেটের প্রদর্শনীতে সূবর্ণ সুযোগ পেয়েও খেলা হয়নি ফাইনালে। খুব কাছে গিয়েও আরেকটি ট্রফির স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। লিটনের চোটে অধিনায়কত্বের আর্মব্যান্ড পাওয়া জাকের আলী অনিকের হাত ধরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগার শিবির। প্রথম টি-টোয়েন্টির মতো না হলেও একটু দুশ্চিন্তার ছাপ রেখেই দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ জিতেছে ২ উইকেট আর ৫ বল হাতে রেখে। গতপরশু রাতে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে টাইগারদের জিততে খোয়াতে হয় ৮ উইকেট! নাসুম...