০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশের সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ ও সমাজকর্মী মেঘনা আলমের জীবন হঠাৎ করেই বদলে যায় এক কূটনৈতিক সম্পর্কের কারণে। সউদী আরবের তৎকালীন রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলানের সঙ্গে তার সংক্ষিপ্ত কিন্তু তীব্র প্রেমঘটিত সম্পর্ক শুধু সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেনি; বরং তা পরিণত হয়েছে জাতীয় এবং কূটনৈতিক কেলেঙ্কারিতে। এ ঘটনার প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে, এতে মেঘনার খ্যাতি, কর্মজীবন এবং এমনকি ব্যক্তিগত স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার শুরু গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় একটি অনুষ্ঠানে, যেখানে প্রথমবারের মতো মেঘনার সঙ্গে সউদী রাষ্ট্রদূতের পরিচয় হয়। শুরুতে সৌজন্য আর উপহারের বিনিময় দিয়ে শুরু হলেও, দ্রুতই তা রূপ নেয় এক ঘূর্ণিঝড়ের মতো প্রেমে। কিন্তু এ সম্পর্ক ঘিরে গর্ভধারণ ও গর্ভপাতের গুজব ছড়িয়ে পড়ে, যা মেঘনার ব্যক্তিগত ও...