০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম দেশের তিনটি পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানে কেন সংঘাত, কারা ধারাবাহিক এ অশান্তির হোতা, তা আর গবেষণার বিষয় নয়। পাহাড় অশান্ত থাকলে কারা লাভবান, এ প্রশ্নের জবাবও পরিষ্কার। এ নিয়ে তথ্য-তালাশ বহু হয়েছে। এখন দরকার যথাযথ পদক্ষেপ। মাঝেমধ্যে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির পাহাড় থেকে অস্ত্র উদ্ধার হয়। সেগুলোতে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় এমন অস্ত্রও মিলেছে। রকেট লঞ্চার, এলএমজি, একে-৪৭, গ্রেনেড কী-না ব্যবহার করছে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো? প্রাকৃতিক সৌন্দর্যের আধার পার্বত্য চট্টগ্রামে নতুন করে অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। দেশের অখ-তা ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে কিছু অবৈধ সশস্ত্র গোষ্ঠী মিথ্যা প্রচার ও অপতথ্যের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলছে। এসব সংগঠন পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার...