০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম সম্প্রতি মুক্তি পেয়েছে এ প্রজন্মের অভিনেতা আহমেদ সাজু অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মৃত্যুদূত’। এটি পরিচালনা করেছেন সোহানূর রহমান। সিনেমাটিতে সাজুর দুর্দান্ত অ্যাকশন দর্শকের নজর কেড়েছে। গ্রামীণ প্রেক্ষাপটে সিনেমাটির গল্পে উঠে এসেছে সমাজের ভিন্ন ভিন্ন চিত্র এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ন্যায়ের বিজয়কে নিশ্চিত করা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। ‘মৃত্যুদূত’ মুক্তির পর পরিচালক এর সিক্যুয়াল ‘মৃত্যুদূত ২’ নির্মাণের পরিকল্পনা করেছেন। পরিচালক জানান, দর্শকের ইতিবাচক সাড়া পাওয়ায় শিঘ্রই শুরু করব ‘মৃত্যুদূত ২’-এর কাজ। এর গল্পেও থাকবে চমকপ্রদ কাহিনী ও অ্যাকশন। নায়ক আহমেদ সাজু বলেন, ‘মৃত্যুদূত' আমার অভিনয় জীবনে নতুন দিগন্তের সূচনা করেছে। দর্শকের ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।ছবিঃ সাজু। মহানবী (সা.)-এর...