গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট হারিয়ে বারবার হুমকির মুখে পড়েছে বাংলাদেশ। সহজ ম্যাচ জিতেছে কঠিন করে। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও তাই মজা করতে ছাড়েননি বাংলাদেশ কোচ। আজ শেষ ম্যাচেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী তিনি,‘আমরা দুটি ম্যাচেই একাদশে পরিবর্তন এনে মাঠে নেমেছি। যারা সুযোগ পেয়েছে তারাই সেটা কাজে লাগিয়েছে। এটা বেশ ভাল ব্যাপার। তবে ব্যাটিংয়ে উন্নতির জায়গা আছে। শেষ ম্যাচে আমাদের আরও নিখুঁত ক্রিকেট খেলতে হবে।’ বলছিলেন সিমন্স।প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানের ওপেনিং জুটি পেলেও হুট করেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। ৯ রানের মধ্যে পতন হয় ৫ উইকেটের। এরপর নুরুল হাসান সোহান (১৩ বলে অপরাজিত ২৩) আর রিশাদ হোসেন (৯ বলে অপরাজিত ১৪) ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। দ্বিতীয় ম্যাচেও ১৪৮ রানের লক্ষ্যে মাত্র ২৪ রানে...