রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার মঞ্চস্থ সক্রেটিসের জবানবন্দি নাটকের একটি দৃশ্য বিশ্ব রাজনীতির ইতিহাসের এক কালোত্তীর্ণ চরিত্র সক্রেটিস। সত্য ও ন্যায়ের পক্ষে অনন্য ভূমিকা রেখেছিলেন এই দার্শনিক। গণতন্ত্রের স্বপক্ষে এবং স্বৈরতন্ত্রের বিপক্ষে অবস্থা নেওয়ায় জীবন বিসর্জন দিতে হয়েছিল তাকে। আর সত্যান্বেষী সেই বিয়োগান্তক গল্পের ধারাভাষ্যময় এক নাটক সক্রেটিসের জবানবন্দি।সক্রেটিসেরই ছাত্র আরেক বিশ্বখ্যাত দার্শনিক প্লেটো রচিত ‘আপোলোগিয়া সোক্রাতুস’ অবলম্বনে শিশিরকুমার দাশ নয়া আঙ্গিকে লিখেছেন নাটকটি। নাট্যদল দৃশ্যপট প্রযোজিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আলী মাহমুদ। শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়।যীশু খ্রিস্টের জন্মের ৪০০ বছর পূর্বের প্রেক্ষাপটে বিন্যস্ত হয়েছে নাটকের কাহিনী। পেলোপনেসীয় যুদ্ধে এথেন্স পরাজিত হলে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়। অথচ এথেন্সের গর্ব ছিল তার গণতন্ত্রে। স্বৈরতন্ত্রের যাঁতাকলে পর্যুদস্ত সেই গণতন্ত্র। স্পার্টার নির্দেশে এথেন্সের শাসন...