দুইবার একই চিত্র। সহজ লক্ষ্যে ভালো শুরুর পরও হঠাৎ ছন্দপতনে জেগেছিল পরাজয়ের শঙ্কা। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। দুবারই রুদ্ধশ্বাস মুহূর্তে ফিনিশারের ভূমিকায় সফল নুরুল হাসান সোহান। বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক প্রথম টি২০তে সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে ১৮ বলে গড়েন অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি। সেদিন ১৩ বলে অপরাজিত ছিলেন ২৩ রানে। দ্বিতীয় ম্যাচে ১ চার ও ৩ ছক্কায় ২১ বলে ৩১ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন। তবে এই ম্যাচে সোহানকে পাড়ি দিতে হয়েছে আরও দুর্গম পথ। ১৮তম ওভারের পঞ্চম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে রিশাদ হোসেন বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ম্যাচ জয়ের আশা একরকম শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে নবম উইকেটে ৮ বলে ২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান ও শরীফুল...