ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের একটি প্রতিনিধি দল প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তৈরির উদ্দেশ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) সিঙ্গাপুরে অবস্থিত গুগল এশিয়া প্যাসিফিকের সদর দপ্তরে গুগল ও ইউটিউবের সঙ্গে পৃথক দুটি বৈঠকে যোগদান করে। প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সঙ্গে, যেখানে উপস্থিত ছিলেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের প্রধান ড. আফতাব হোসেন, ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।দুই পক্ষের এই আলোচনায় গুগল নিউজের পার্টনারশিপ প্রকল্পের সঙ্গে সেমিনার, ইন্টার্নশিপ এবং মাস্টারক্লাস আয়োজনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেএমসি প্রতিনিধিদল উল্লেখ করেন, তাদের বিভাগ ইতোমধ্যে পাঠ্যসূচিতে গুগল-এর সুনির্দিষ্ট এআই টুলস এবং ডিজিটাল সাংবাদিকতা সংশ্লিষ্ট গুগলের নানান রিসোর্স যুক্ত করেছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের নিশ্চিত করতে...