ভারতের সেনাপ্রধান সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার একদিন পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। শনিবার বাহিনীটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ভারতে সঙ্গে কোনো সংঘাত বাঁধলে পাকিস্তান ‘কোনো দ্বিধা বা সংযম ছাড়া দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে’ আর তা ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’ ডেকে আনতে পারে’। পাকিস্তানি গণমাধ্যম ডন লিখেছে, ভারতের শীর্ষ সামরিক-বেসামরিক নেতৃবৃন্দের ‘উস্কানির প্রেক্ষিতে’ পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) ওই বিবৃতি দিয়েছে। এ ধরনের কিছু ঘটলে পাকিস্তান ‘পিছিয়ে থাকবে না’ বলে জোরালোভাবে জানিয়েছে তারা। ওই বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী বলেছে, “ভারতের প্রতিরক্ষামন্ত্রী, তাদের সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধানের অতি উস্কানিমূলক বিবৃতির প্রেক্ষিতে আমরা সাবধান করে করছি যে একটি ভবিষ্যৎ সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। যদি নতুন করে কোনো শত্রুতা শুরু হয়ে যায় পাকিস্তান পিছিয়ে থাকবে না।...