বাংলাদেশ তথা এই ভূখণ্ড ৫০০ বছর পরে হলেও অন্য দেশের দখলে চলে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, “আজকে হোক, কালকে হোক, ১০০ বছর পরে হোক, ৫০০ বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে। এই ভূখণ্ডে স্বাধীনতা থাকবে না। এজন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয়ের মেজাজ না আসবে, ইসলামপন্থিরা ধ্বংস হয়ে যাব।” শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা - ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় আসার জন্য কেউ কেউ ভারত ও যুক্তরাষ্ট্রের ‘দাসত্ব গ্রহণ’ করতে মরিয়া অভিযোগ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “১৯৪৭...