যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে এসব বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এসব বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। খলিলুর রহমানের সঙ্গে একটি বৈঠক হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের। বৈঠকে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রস্তুতি ও সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, বৈঠকে তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। খলিলুর রহমান জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত...