ইসলাম মানুষের প্রতি সুন্দর ধারণা পোষণকে গুরুত্বপূর্ণ নীতি হিসেবে নির্ধারণ করেছে। কারণ মানুষের প্রতি ভালো ধারণা ভ্রাতৃত্ববোধ জাগায়, মানুষের মধ্যে সৌহার্দ ও সহযোগিতা বৃদ্ধি করে। আর খারাপ ধারণা শত্রুতা, বিদ্বেষ ও দ্বন্দ্বের জন্ম দেয়। ফলে খারাপ ধারণা শুধু অন্তরের অশান্তিই নয়, বরং সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশকেও অস্থির করে তোলে। মানুষের জীবন ও সমাজে শান্তি এবং সমন্বয় বজায় রাখতে মন্দ ধারণা ত্যাগ করা অত্যন্ত জরুরি। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুন্দর ধারণা পোষণ করা ইবাদতের অংশ।’ (আবু দাউদ) খারাপ ধারণার কুফল সম্পর্কে সর্বদা সজাগ থাকতে ইসলাম নির্দেশ দিয়েছে। খারাপ ধারণা পোষণকারী ব্যক্তিরা হিংসা-বিদ্বেষ ও দ্বন্দ্ব-কলহে ইন্ধন জোগায়। তাই হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। (সহিহ বুখারি) মানুষ সম্পর্কে খারাপ ধারণা মানুষকে বিপথে পরিচালিত করে। পবিত্র...