আমার প্রিয় শিক্ষকের নাম মো. নুর ইসলাম। শিক্ষাজীবনের ষষ্ঠ থেকে দশম পুরো পাঁচটি বছর তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষক হিসেবে পাওয়ার সুযোগ হয়েছে আর পুরো জীবনের দিকনির্দেশক হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়েছে। তার ক্লাস নেওয়ার নিত্যনতুন অভিনব কৌশল প্রত্যেক শিক্ষার্থীর পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রধান শিল্প।’ আর এই শিল্পগুণে সমৃদ্ধ ছিলেন আমাদের নুর ইসলাম স্যার। তার এই শিল্প জাদুর ছোঁয়ায় আমাদের অনেক জটিল এবং কঠিন পাঠগুলোও অত্যন্ত সহজেই আয়ত্ত করা সম্ভব হতো। বইয়ের জটিল বিষয়গুলোকে আনন্দের সঙ্গে মগজে ঢুকিয়ে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আছে তার। স্যারের যে দিকটি সব থেকে বেশি আমায় আকর্ষণ করত তা হলো, সহপাঠ্যক্রমিক কাজগুলোতে ব্যাপক উৎসাহ প্রদান। ‘তুমি পারবে, তবে কথাগুলো আর...