জাপানের প্রধান ক্ষমতাসীন উদার গণতন্ত্রী দলের (এলডিপি) সভাপতি নির্বাচিত হয়েছেন ৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি। এতে প্রথম নারী হিসেবে তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দেশের রাজনীতি ছাড়াও সরকারে অংশীদারত্ব থেকে শুরু করে বাণিজ্য ও বেসরকারি খাতে যেখানে নারীরা পিছিয়ে, সেখানে আকস্মিকভাবে একজন নারীর প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাওয়া অনেকটাই অপ্রত্যাশিত। এখন রাজনৈতিকভাবে অতিরক্ষণশীল ভাবাদর্শের এই নারীর নেতৃত্বে দেশটি প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরও বেশি বৈরী সম্পর্কে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীর প্রধানমন্ত্রী হতে যাওয়া দেশটির রাজনৈতিক জগতে বাঁকবদলের ইঙ্গিত। তবে ১৯৯০-এর সূচনালগ্নে জাপানে সমাজতান্ত্রিক দলের তাকাকো দোইয়ের প্রধানমন্ত্রী হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু রাজনীতির কুটিল খেলায় তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এলডিপি ছোট কয়েকটি...