সবে মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হলাম। জুন মাসের ১০ তারিখে ওরিয়েন্টেশন ক্লাসের নোটিস পেলাম। বেশ প্রফুল্ল মনে সেদিন ক্লাসে গিয়েছিলাম। উচ্চমাধ্যমিকের প্রথম ক্লাস বাংলা দিয়েই শুরু হলো। ক্লাস নিচ্ছেন বাংলার শিক্ষক রিদুয়ান ফরহাদ স্যার। স্যার আলোচনা করছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মননশীল ও আত্মনির্ভরতামূলক প্রবন্ধ ‘আমার পথ’। আমিও ক্লাসে বেশ মনোযোগী ছিলাম। মুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের প্রতিটি শব্দ। স্যার এতটাই চমৎকার পড়াচ্ছিলেন যে, চারপাশটা নিঃশব্দ হয়ে ছিল। কেবল স্যারের মুখনিঃসৃত প্রতিটি শব্দকণা আমাদের আত্মার অভয়ারণ্যে বিচরণ করছিল। কবির ‘আমার পথ’ প্রবন্ধের মূল বিষয়বস্তু সেদিন স্যার আমাদের মধ্যে বপন করতে সক্ষম হয়েছিলেন। স্যারের সেদিনের আলোচনার কয়েকটি লাইন আমার এখনো স্পষ্ট কানে বাজে ‘আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য।’ উচ্চমাধ্যমিকে স্যারের এই প্রথম ক্লাসেই নিজের আত্মাকে...