০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দেশের প্রবীণ আলেমেদ্বীন ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জামায়াতের নেতারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? দেওবন্দী উস্তাদ-মুরব্বী হযরতগণ অনেক আগেই আমাদের বলে গেছেন, মওদুদীর ফিৎনা কাদিয়ানীর চাইতেও বড় ফিৎনা, কুফুরি ফিৎনা। মওদুদী ফিৎনা প্রতিহত না করলে বাংলাদেশে মুসলমান থাকবে না। সকলের কাছে আমি আবেদন করছি কুফুরি প্রতিষ্ঠার জন্য জামায়াতকে সামনের নির্বাচনে কেউ সমর্থন দেবেন না। এটা সবার কাছে প্রচার করুন। চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির উপরোক্ত আহ্বান জানান। রেসালাত...