তপ্ত রোদে সমুদ্র পাড়ে সাহসী রূপে উষ্ণতা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনেত্রীর এ লুক নজর কেড়েছে নেটিজেনদের। তার রুপের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরাও। নিজের আবেদনময়ী ছবি দিয়ে পোস্টের ক্যাপশনে ফারিয়া এক ভিন্ন বার্তাও দিলেন। ঢালিউডের অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া সিনেমার পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব। নিয়মিতই নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ভক্তদের জন্য সমুদ্রপাড় থেকে শেয়ার করলেন কিছু ছবি। কালো রঙের বিকিনি ও স্কার্ট-স্টাইল আউটফিটে ধরা দিলেন। খোলা চুল, হালকা সাজ ও হালকা গয়নায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে সবার। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায়। ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন— ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল? তাহলে স্ক্রল...