০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম রাজধানীর উত্তরায় ২০১৭ সালের শুরুতে খেলার মাঠে স্কুলছাত্র আদনান কবিরকে কুপিয়ে হত্যা করে সমবয়সী কিশোরেরা। এ ঘটনায় র্যাবের তদন্তে ‘ডিসকো বয়েজ’ ও ‘নাইন স্টার গ্রুপ’ নামে দু’টি কিশোর গ্যাংয়ের নাম উঠে আসে। ওই সময় আটজনকে গ্রেফতার করা হয়। তারা জামিনে এসে নিহতের পরিবারকে উল্টো হুমকি দিলে আদনানের পরিবার উত্তরা ছাড়তে বাধ্য হয়। একইভাবে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় যুবক রিফাত শরীফকে। ২০১৯ সালের জুনের এ ঘটনায় সামনে চলে আসে নৃশংসতায় নেতৃত্ব দেয়া নয়ন বন্ডের নাম। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্ধুকযুদ্ধে নয়ন বন্ডের নিহত হওয়া, ত্রিভুজ প্রেমের তরুণী মিন্নির গ্রেফতার এবং নয়ন বন্ডের গঠিত ‘০০৭’ গ্রুপ এবং কিশোর গ্যাং নিয়ে সারাদেশে আলোচনার ঝড়...