০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা নির্বাচনের আগে পেশিশক্তি দেখিয়ে ভোট কিনতে আসবে তাদের মোকাবেলা করতে হবে। যেই নেতায় রাতের আধারে ভোট কিনতে আসবে, মনে করবেন তার যোগ্যতার ঘাটতি রয়েছে। নির্বাচনের পরে সেই নেতাই রাস্তার বরাদ্দের টাকা খাবে। তখন আপনার মুখ বন্ধ থাকবে, কারণ আপনি তো নেতার কাছে এক হাজার টাকায় বিক্রি। নেতায় একদিন ভোট কিনবে আর পাঁচ বছর আপনাদের গোলাম বানিয়ে রাখবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এখন আপনারা কি কেউ এমন নেতার গোলাম হয়ে থাকতে চান? যদি না চান তাহলে এবার ভোট চুরি ও ভোট বিক্রির রাজনীতিকে ‘লালকার্ড’ দেখাতে হবে। স্বনির্ভর দেবিদ্বার গড়ে তুলতে আপনাদের সকলকে পাশে চাই। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার...