০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম টানা ছয় দিনের ছুটি শেষে গতকাল শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকায় গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন দুই দেশের ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, দুর্গাপূজায় লম্বা ছুটির কারণে বন্দরে সৃষ্টি হয়েছে পণ্যজট। গতকাল সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় এই জট কমতে শুরু করছে। এদিকে, আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও কর্মব্যস্ততা ফিরেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর শ্রমিকরা।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন...