০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. রফিকুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লংগাইর ইউনিয়নের পূর্বগোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রফিকুল ইসলাম একই গ্রামের মোছা. জরিনা বেগম ও মো.আব্দুল খালেক দম্পত্তির ছেলে। তারা চার ভাইয়ের তিনি সবার বড়। মো. রফিকুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশে বিলে মো. রফিকুল ইসলাম মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় ও পরিবারের লোকজন খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। শিউলি আক্তার বলেন, আমার স্বামীই...