০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম হামাস সব ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে, তবে তারা যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে আরও আলোচনা চাইছে বলে তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে। ওদিকে গাজা উপত্যকায় সামরিক তৎপরতা কেবল প্রতিরক্ষামূলক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য সেনাবাহিনীকে নতুন নির্দেশনা জারি করেছে ইসরাইল। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি রাজনৈতিক নেতৃত্ব গাজা সিটি ‘দখলের’ তৎপরতা থামাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘শান্তি পরিকল্পনা গ্রহণ’ অথবা ‘নরকের মুখোমুখি’ হওয়ার জন্য হামাসকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন। গতকাল সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, তার বিশ্বাস হামাস শান্তির জন্য প্রস্তুত এবং ইসরাইলকে ‘অবশ্যই গাজায় বোমা নিক্ষেপ বন্ধ করতে হবে’। ট্রাম্পের মন্তব্যকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেছে হামাস। এর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারা বন্দি...