০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোন্ডা বাগদান সম্পন্ন করেছেন বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ পারিবারিক সদস্য এবং কিছু কাছের বন্ধুর উপস্থিতিতে গত শুক্রবার (৩ অক্টোবর) একটি পারিবারিক অনুষ্ঠানে এই বাগদান স¤পন্ন হয়। যদিও রাশমিকা ও বিজয় কেউই তাদের বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। জানা গেছে, আলোচিত এই জুটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। এদিকে, দুর্গাপূজার দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরে একটি ছবি শেয়ার করেন রাশমিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, শুভ দশেরা আমার প্রিয়জন...এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ‘তাম্মা’ ট্রেলার এবং আমাদের গানের প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন...আপনাদের বার্তা, আপনাদের...