বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। স্বাধীনতার পর থেকে কোনো জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। দেশের বাইরে থাকায় তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।অনেক প্রতীক্ষার পর স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ভোটাধিকার প্রয়োগের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।প্রথমদিকে যাদের এনআইডি কার্ড নেই তারা নতুন করে আইডি করতে পারবেন। দ্বিতীয় ধাপে সব প্রবাসী অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্টার্ড প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে সবার এনআইডি বাধ্যতামূলক।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিউইয়র্কের পর ক্যালিফোর্নিয়ায় আগামী ৭ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১টায় এনআইডির উদ্বোধন করা হবে। ধীরে ধীরে সব দেশেই এ কার্যক্রম শুরু হবে বলে সরকারের...