ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ শুরু হওয়া টেস্টের ফল পেতে তিনদিনও লাগেনি। ব্যাটিং ও বোলিং নৈপুণ্যে ক্যারিবীয়দের ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা করেছেন সেঞ্চুরি। এই জয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।এই ম্যাচে খেলা হয়েছে ২১৭ ওভার ২ বল। পড়েছে ২৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করার পর ভারত আর ব্যাটিংয়ে নামেনি। স্বাগতিকদের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২৮৬ রানে পিছিয়ে থাকা উইন্ডিজ ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, কুলদীব যাদব-জাসপ্রিত বুমরাদের সামনে যেন সর্ষে ফুল দেখেছে সফরকারীরা। তাদের উইকেট পতনের মিছিল...