কোনো কোনো শিক্ষক আকাশের উদারতা আর সমুদ্রের গভীরতা নিয়ে শিক্ষার্থীদের মনে স্থায়ী আসন পেয়ে অমরত্ব লাভ করে থাকেন। এমন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বের প্রকৃষ্ট উদাহরণ গত শতাব্দীর ষাটের দশক থেকে দেদীপ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন স্বনামধন্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও অধ্যাপক নাজমা চৌধুরী। এ দুজন স্বনামধন্য শিক্ষক মোটামুটি কাছাকাছি সময়ে ইহলোক ত্যাগ করেন। আমার সৌভাগ্য, আমি এ দুজন শিক্ষককেই অনেক কাছ থেকে দেখেছি, তাদের উপদেশ পেয়েছি, তাদের প্রজ্ঞার ছোঁয়ায় ধন্য হয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমাজউদ্দীন স্যারের মতো এমন পিতৃতুল্য স্নেহশীল শিক্ষকের সন্ধান পাওয়া ভার। স্যারের সংস্পর্শে তার যত শিক্ষার্থী এসেছেন, সবাই এ কথা স্বীকার করবেন। আমি স্যারের সামনে আসার প্রথম সুযোগ পাই ১৯৭৭ সালে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ট্র্যাডিশনাল সিস্টেমের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী হিসাবে। তার টিউটোরিয়াল গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার সুবাদে। সেই থেকে স্যারের সঙ্গে...